Tags » Bandarban

অপরূপ আমাদের বান্দরবান

পাহাড়, ঝর্না, নদী, হ্রদ, বন এই নিয়ে বান্দরবান। আমাদের বান্দরবান।

পাহাড় যে এত বড় হতে পারে আমি এটা এতদিন শুধু আমার কল্পনাতেই রেখেছিলাম। চোখে দেখার পরে তা হৃদয় দিয়ে অনুভব করলাম। আমাদের বাংলাদেশ যে এত বৈচিত্রময় তা কেবল ভ্রমনেই অনুধাবনযোগ্য। বান্দরবন আমাদের দেশের পার্বত্য অঞ্চলের অন্যতম জেলা। উঁচু উঁচু পাহাড়, গভীর গভীর তার পাদদেশ যা না দেখে বোঝানো যাবে না। উঁচু উঁচু পাহাড়কে ঘিরে আছে মেঘমালা। পাহাড়ের কোল ঘেষে আঁকাবাঁকা রাস্তায় খোলা চাঁদের গাড়ি কি জিপ আপনাকে মোহিত করবেই। পাহাড়কে আবৃত করে আছে নাম না জানা বুন গাছ ও আছে অসংখ্য কলা গাছ। অনেক দূর পরপর পাহাড়ের কোলে অথবা পাদদেশে দুয়েকটা পাহাড়িদের ঘর বলে দেয় এখানে ওদের অস্তিত্ব। পাহাড়ের তলদেশ দিয়ে এঁকেবেঁকে বয়ে গেছে সরু সাঙ্গু নদী। তবে সেখানকার পানির চাহিদা মেটায় ঝর্ণার পানি। পাহাড়িদের জীনবন ব্যাবস্থা আমাদের থেকে পুরপুরি ভিন্ন। পানির সহজলভ্যতার অভাবে জুম চাষ খুবই সীমিত আকারে হয়ে থাকে। শহরকেন্দ্রিক মানুষের বসবাস ও অর্থনৈকিত কর্মপরিধি দিন দিন বেড়ে যাচ্ছে।

এই জেলার অন্তর্গত রুমা উপজেলা থেকে ১৫ কিমি দূরেই মনোরম এক হ্রদ। নাম বগা লেক। ৬১০ মি গভীর। এটি সৃষ্টি হয় আনুমানিক ২০০০ বছর আগে।

Bandarban