Tags » Limerick

ভুলতে তোমারে দাওনি

দূরে আছো প্রাণের কবি, ভুলতে তোমারে দাওনি
প্রেম শিখিয়েছো সাথে বিদ্রোহ গানে তাল লাউনি
রিক্তের বেদন জেনেছি কি তা
অগ্নিবীণার রণ-কবিতা
এমন কোনো সুর নেই কবি, যে সুরে তুমি গাওনি।

LIMERICK

গরম যৌতুক

এমন গরমকালে তারে বলা যায়
এমনও তাপদাহে দুপুরও বেলায়
প্রাণশক্তি ঘামে ঝরে
ধুলোয় লুটিয়ে পড়ে
শ্বশুরের  এসি ছাড়া ভালোবাসা দায়।

LIMERICK

গরম যৌতুক

এমন গরমকালে তারে বলা যায়
এমনও তাপদাহে দুপুরও বেলায়
প্রাণশক্তি ঘামে ঝরে
ধুলোয় লুটিয়ে পড়ে
শ্বশুরের  এসি ছাড়া ভালোবাসা দায়।

LIMERICK

মানব-পণ্য

মানুষসকল পণ্য-সম যাচ্ছে হয়ে পাচার!

সাগরবুকে নৌকাফাঁদে কাঁদছে পাখি খাঁচার।
খাদ্য বিনে ওষুধহীনে
মানবতা কার অধীনে!
নাটেরগুরু থাকে বহাল খুঁটি শক্ত চাচার। 

১৯/৫/১৫

LIMERICK

প্রতারণা-কলা

ইমেইল জানায় জিতেছে সে লাখ-ডলার
রিপ্লাইয়ে জানতে চায়  সবখবর তলার
অনেকেতো তাতে মত্ত
পাঠায় যাবতীয় তথ্য
প্রতারণা -কলা; কী আছে তা বলার!


##২০১৪০৬২৭(১০৬)#

LIMERICK